রাজধানীর শাহবাগ থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চার দিন রিমান্ডর মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
আজ সকাল সাড়ে ৭টার দিকে শাহবাগ থানায় করা ইসমামুল হক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আদালতে হাজির করা হয়।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আবদুল্লাহ আল-মামুনকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন ।
গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক এই আইজিপি। মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় প্রথম দফায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।