• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমানবন্দরে আটক সাবেক ছাত্রলীগ নেতা রনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ১২:৫২ পিএম
বিমানবন্দরে আটক সাবেক ছাত্রলীগ নেতা রনি
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে ছাত্র-জনতার ওপরে সবচেয়ে বেশি গুলি চালানো আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনি দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে। 
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লেখেন, চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশপাশে যারা আছে তারা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করুন। 
পোস্টে আরও লেখা হয়, চট্টগ্রামের শিক্ষার্থীদের ওপর হওয়া নারকীয় হামলা ও সবচেয়ে বেশি গুলি চালানোর মূল নেপথ্যের কারিগর এই রনি। একে যেভাবেই পারেন ধরার চেষ্টা করুন। এই মুহূর্তে সে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছে।

Link copied!