• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:০৮ পিএম
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লোগো। ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে তামজিদ হায়দারকে সভাপতি, শিমুল কুম্ভকারকে সাধারণ সম্পাদক ও রথীন্দ্রনাথ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়ে শনিবার (২৬ এপ্রিল) রাতে সম্মেলনের কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন রাগীব নাঈম।

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, নাজিফা জান্নাত, অমর্ত্য রায়, মাঈন আহমেদ, আসিফ জামান, মনীষা ওয়াহিদ, সুজয় সরকার, মৈত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ রহমান।

সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও তানজিমুর রহমান রাফি।

কাউন্সিলে মধুসূদন কর্মকার কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ইমন দপ্তর সম্পাদক, মেঘমল্লার বসু শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক, একরামুল হক জিহাদ স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক, অন্তু অরিন্দম বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, দূর্জয় রায় প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্ণি আনজুম সাংস্কৃতিক সম্পাদক, তাবিব মাহমুদ ক্রীড়া সম্পাদক এবং তিলোত্তমা ইতি সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, রাগীব নাঈম, রাকিবুল রনি, মাশরুখ জলিল, নিরব সরকার সাম্য, ঐশ্বর্য সরকার, ইমন আকন্দ, ইমদাদ মোহাম্মদ, শোভন প্রান্ত, তৌকির ইসলাম, রিদওয়ান পর্ব, সজীব নগর, আবু সাঈদ, জান্নাতুল নাঈম, রাকিব হোসেন ও জয় ভৌমিক। কেন্দ্রীয় কমিটির ৪টি পদ শূন্য আছে।

সম্মেলনের শেষ দিন শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘ঐতিহ্যের পদাবলী’ শীর্ষক বাউল গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ থেকে বাউল সুনীল কর্মকার, মাগুরার বিমল দাস বাউল, সুনামগঞ্জের দুখু মিয়া, ফরিদপুরের জাফর ইকবাল আকাশ, নরসিংদীর শেখ সাদি, ব্রাহ্মণবাড়িয়ার মারুফ মৃণ্ময় ও ঢাকার সৌরভ আকন্দসহ বাউল শিল্পীগণ অংশগ্রহণ করেন। 

Link copied!