• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৯:৪২ পিএম
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদশে সফর।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ বৈঠক হবে। এ বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলোর পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করা হবে।

এর আগে গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছিলেন বিনয় মোহন কোয়াত্রা।

Link copied!