দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদশে সফর।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ বৈঠক হবে। এ বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলোর পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করা হবে।
এর আগে গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে এসেছিলেন বিনয় মোহন কোয়াত্রা।