• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পঁচাত্তরের বিদেশি শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে : কামরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৯:৩৪ পিএম
পঁচাত্তরের বিদেশি শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে : কামরুল

পঁচাত্তরের বিদেশি শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। তিনি বলেছেন, “স্বাধীনতা যুদ্ধে পরাজয় মেনে নিতে না পারা দেশবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে।”

বুধবার (১৬ আগস্ট) বিআইসিসিতে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, “জিয়াউর রহমান ছিলেন আইএসআইয়ের এজেন্ট। পরাজয় সহ্য করতে না পেরে তাদের প্রেসক্রিপশনেই বঙ্গবন্ধুকে হত্যা করেন জিয়া। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি থামানোর চেষ্টা করা হচ্ছে আজও। স্বাধীনতাবিরোধীদের সেই শক্তি এখনো বিরাজ করছে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “লড়াইটা স্পষ্ট। মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ শক্তির। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি। কে নির্বাচনে এলো আর কে এলো না তা বড় কথা নয়। সংবিধান অনুযায়ী সময়মতোই ভোট হবে। আমাদের বুকে ক্ষত সৃষ্টি করা ঘাতকদের সঙ্গে কোনো আলোচনা-সমঝোতার প্রশ্নই ওঠে না।”

Link copied!