• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:৪৯ এএম
কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা

এবার উত্তরাঞ্চলে কিছুটা শীত থাকলেও ঢাকায় তেমন অনুভূত হয়নি। গত কয়েকদিন ধরে ঢাকায় শীত নেই বললেই চলে। তবে মাঘের শেষ দিকে এসে ঢাকায় ফের কিছুটা শীতের আভাস দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে কুয়াশার চাদরে মোড়ানো ছিল ঢাকা। সেইসঙ্গে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। আর তাতেই অনুভূত হচ্ছে শীত।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Link copied!