• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০১:১৫ পিএম
শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতাদের ফুলেল শুভেচ্ছা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। 
এর আগে, দুপুর সাড়ে ১২টায় গণভবনে শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!