লন্ডন যাওয়ার সময় মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করায় ফ্লাইটটি ফিরে আসে।
শুক্রবার (২১ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “যেহেতু লন্ডনে ফ্লাইট ওটানামা এখন বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া শুরু করব।”
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “বিজি ২০১ ফ্লাইটটিতে পাইলট ও ক্রুসহ মোট ২৬৭ জন যাত্রী ছিল।”
জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে যাওয়ার ঘটনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং শুক্রবার সারা দিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়।