• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০১:১৯ পিএম
মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তরা) বিভাগ।

বুধবার (২১ সেপ্টেম্বর) অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান চালিয়ে রাজধানী ও নোয়াখালী জেলার চাটখিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আলী (২৯), আনোয়ার হোসেন রুবেল (৩২), মো. সামছুল হুদা (২৪),  মো. কামাল হোসেন, আকাশ (২৪) ও মো. মিজান (২৩)।

এ সময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, “গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার সহযোগীরা কয়েক বছর ধরে ঢাকার উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী থানা এলাকায় বিক্রি করতেন। চাটখিলের পূর্ব বাজারসংলগ্ন আনোয়ার হোসেনের গ্যারেজে চোরাই মোটরসাইকেল আছে। গ্রেপ্তার মোহাম্মদ আলীর তথ্যের ভিত্তিতে চোর চক্রের মূল হোতা আনোয়ার হোসেন রুবেনসহ অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় মামলা করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!