• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

তরুণদের ভোটার হতে দিতে হবে পাঁচ তথ্য


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৭:৩৯ পিএম
তরুণদের ভোটার হতে দিতে হবে পাঁচ তথ্য
তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ইসি। ছবি: সংগৃহীত

তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং হালনাগাদে বাদ পড়েছেন তাদের তালিকাভুক্ত করার কাজ চলছে।

তাছাড়া বিভিন্ন কারণে যারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ উপজেলা/থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হতে পারবেন। ইসির জনসংযোগ শাখা থেকে  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

তবে নতুনদের ভোটার হতে গেলে কী কী লাগবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ইসি। তাতে বলা হয়েছে, ভোটার হতে পাঁচটি তথ্য অথবা পাঁচ ধরনের কাগজপত্র দিতে হবে। নিচে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যের উল্লেখ করা হলো-

১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
৩. নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি
৪. এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/ চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!