রাজধানীর গুলশানে আবাসিক ভবনে লাগা আগুনের তীব্রতা কিছুটা কমে এসেছে। তবে ব্যাপক ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে।
অগ্নিকাণ্ডের পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি বলে জানা গেছে। তবে কয়জন ভেতরে আটকে আছেন তার সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলশানের আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।