• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালশীতে পুলিশ বক্সে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৫:১৯ পিএম
কালশীতে পুলিশ বক্সে আগুন

অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ, ধাওয়া পাল্টাধাওয়ার সময় ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

মোখলেসুর বলেন, “কালশীতে আন্দোলনকারীরা সহিংস ঘটনা ঘটিয়েছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। আমরা ঘটনাস্থলে আছি, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

এর আগে সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ মানুষ।

এছাড়া সকালে পূরবী সিনেমা হলের সামনে অবস্থান নেন রিকশাচালকরা। পরে তারা ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে, ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর ডেমরাতেও অটোরিকশা চালকরা  বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যেন না পারে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে, তা বাস্তবায়ন করার কথাও বলেন।

Link copied!