রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বরের সি ব্লকে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টা বেজে ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান হোসেন আগুন লাগার খবর জানিয়েছেন। এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।