• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ১১:৩৫ এএম
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আগুন। প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা একটি ভবনের আটতলায় আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম  বিষয়টি নিশ্চিত করেছেন।

লিমা খানম বলেন, আগুন লাগা ভবনটিতে আটকেপড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!