• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৯:১৩ পিএম
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আগুন

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রম ভবনে অগ্নিকাণ্ডের সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে রাত ৮টা ১৪মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

রাশেদ বিন খালেদ আরও বলেন, আগুনের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। এ ছাড়া, কোনো হতাহতের সংবাদ নেই।

Link copied!