• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

জ্বলন্ত ফানুস পড়ে রাজধানীর দুই জায়গায় আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৮:৪৫ এএম
জ্বলন্ত ফানুস পড়ে রাজধানীর দুই জায়গায় আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ছবি : সংগৃহীত

ইংরেজি নতুন বছরকে বরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্‌যাপন করতে দেখা গেছে। এ সময় ওড়ানো জ্বলন্ত ফানুস পড়ে রাজধানীর ধানমন্ডি, মিরপুরসহ কয়েক এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১ জানুয়ারি) রাত দেড়টার পর এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

রাফি আল ফারুক বলেন, “রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাত ১২টা ৫৩ মিনিটে খবর আসে ল্যাবএইড হাসপালের পাশে স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে ফানুস পড়ে আগুন লেগেছে। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়।”

রাফি আল ফারুক আরও বলেন, “রাত ১২টা ৩৭ মিনিটে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ড হয়। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে।”

Link copied!