• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোহাম্মদপুরে ‘কবজিকাটা গ্রুপের’ অগ্নি বিল্লাল গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৩:০৭ পিএম
মোহাম্মদপুরে ‘কবজিকাটা গ্রুপের’ অগ্নি বিল্লাল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানায় বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কবজিকাটা গ্রুপের’ সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ নভেম্বর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকা থেকে অগ্নি বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর এএসপি বলেন, “নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির কর্মী। গত ১ অক্টোবর রাতে বিল্লাল গাজী কাজ শেষে তার অফিসের লোকজনের সঙ্গে ফিরছিলেন। মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লালসহ কবজিকাটা গ্রুপের ২০ থেকে ২৫জন সদস্য পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ২২ জন আসামির নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় র‌্যাব।

Link copied!