রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পর্যন্ত পাওয়া যায়নি।
রোববার (২৪ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম জানান, বিকেল ৪টা ৫ মিনিটে কড়াই বস্তির অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর ঠিক ২৪ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে উপস্থিত হয়। পরে সেখানে আরও ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। বর্তমানে ৫টি ইউনিট সেখানে কাজ করছে। এছাড়াও আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।
যানজট থাকার কারণে তারা বর্তমানে রাস্তায় আটকে রয়েছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।