রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নাম্বার গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
প্রক্টর বলেন, মিরপুরে যাতায়াত করা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের একটি পরিবহন বাসে আগুন দেওয়ার খবর এসেছে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কেউ ছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
এর আগে, রোববার বিকেল চারটায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী` নামের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় ক্ষয়ক্ষতি এড়িয়ে বাসের স্টাফরা অতিদ্রুতই আগুন নিভাতে সক্ষম হন।