ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় মামলার আলামত ধ্বংস করার চুল্লিতে আগুন লেগেছে। পরে পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ পলিথিন ধ্বংসের সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের উপপরিচালক জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
আগুন লাগার কারণ জানিয়ে জহিরুল ইসলাম বলেন, “আদালতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আলামত ধ্বংসের চুল্লিতে দাহ্য পদার্থ নিষিদ্ধ পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”