• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

আশুলিয়ার ৫ পোশাক কারখানায় অগ্নিসংযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ১২:৫৮ এএম
আশুলিয়ার ৫ পোশাক কারখানায় অগ্নিসংযোগ
সাভারে একাধিক পোশাক কারখানায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পাঁচটি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাধার মুখে নেভাতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (৪ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জিরানী এলাকার হামিম গোডাউন, সিনহা টেক্সটাইল, বেক্সিমকো টেক্সটাইল, ডরিন টেক্সটাইল ও বেঙ্গল গ্রুপের কারখানায় আগুন লাগানো হয়।

কয়েকটি কারখানার আগুন স্থানীয়ভাবে নেভানো হলেও বেক্সিমকো ও বেঙ্গল গ্রুপের কারখানার আগুন দীর্ঘক্ষণ জ্বলেছে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হামিমের গোডাউনে পাঠানো হলেও আন্দোলনকারীরা ফিরিয়ে দিয়েছে।

ডিপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুবায়েদ বলেন, জিরানী এলাকার সিনহা টেক্সটাইল, বেক্সিমকো, ডরেন ও জিরাবো এলাকায় হামিম গার্মেন্টসের গোডাউনে অগ্নি সংযোগের খবর এসেছে। আমরা সিনহা টেক্সটাইলে যাওয়ার পথে আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর করেছে। এ সময় আমাদের ফায়ার সার্ভিসের এক সদস্যকে মারধর করেছে তারা। পুলিশের নিরাপত্তা ছাড়া আমাদের কাজ করা সম্ভব নয়। সূত্র: কালের কণ্ঠ।

Link copied!