• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোহাম্মদপুরে দিনে-দুপুরে ‘ফিল্মি স্টাইলে’ গাড়ি থামিয়ে ছিনতাই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৩:৪১ পিএম
মোহাম্মদপুরে দিনে-দুপুরে ‘ফিল্মি স্টাইলে’ গাড়ি থামিয়ে ছিনতাই
ঘটনার পর বেসরকারি কোম্পানির সেই গাড়ি। ছবি : সংগৃহীত

রাজধানীতে দিনে-দুপুরে ৬ ছিনতাইকারী একটি বেসরকারি কোম্পানির গাড়ি থামিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।

রোববার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে ঘটনার বিবরণ জানিয়েছেন ওই কোম্পানির মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ সাইফুল ইসলাম।

মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য বের হই। মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছানোর পর রাস্তা কিছুটা ভাঙা থাকার কারণে আমাদের গাড়ি ধীরগতিতে চলতে থাকে। এর মধ্যে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন ছিনতাইকারী এসে আমাদের গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। তখন তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থাকা টাকাও নিয়ে চলে যায়।”

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, “ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক।

মো. আতিক বলেন, “মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাই হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গেছে। তবে কত টাকা ছিনতাই হয়েছে, এ বিষয়ে আমরা নিশ্চিত করে এখনো বলতে পারছি না।”

এ বিষয়ে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!