কেমন পাত্র বিয়ে করতে চান, জানালেন সেই ফারজানা সিঁথি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:৪৭ পিএম
কেমন পাত্র বিয়ে করতে চান, জানালেন সেই ফারজানা সিঁথি
ফারজানা সিঁথি। ছবি : সম্পাদিত

ফারজানা সিঁথি। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। এরপর কোনো এক ঘটনায় থানায় একজন আর্মি অফিসারের সঙ্গে তার বাক্যবিনিময় হয়। এই ঘটনার ভিডিও পরবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে খুব অল্প সময়েই তার পরিচিতি বৃদ্ধি পায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে পাত্র হিসেবে ‘রাজনীতিবিদ’ পছন্দ বলে জায়েছেন সিঁথি।

উপস্থাপকের প্রশ্নের জবাবে ফারজানা সিঁথি বলেন, “আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি। আমার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ত নাই।”

সিঁথি আরও বলেন, “যদিও বিয়ে করার পরিকল্পনা আগামী পাঁচ বছরেও নাই। যদি করিও, তাহলে রাজনীতিবিদকে করব। কেননা, রাজনীতিবিদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গা থাকে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে। তাই রাজনীতিবিদ চয়েজ করব।”

এদিকে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন একটি গানের মডেল হিসেবে কাজ করেছেন সিঁথি। মিউজিক ভিডিওতে তার সঙ্গে সহ-মডেল হিসেবে কাজ করেছেন শেখ সাদী। ইতোমধ্যে সেই ভিডিওটি প্রকাশও হয়েছে।

Link copied!