নেতাকর্মীদের ভিড়ে আহত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক। পা মচকে যাওয়ার কারণে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিতে হয়েছে ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদকে।
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জুনিয়র নেতাকর্মীরা অযাচিতভাবে তাকে ঘিরে সেলফি তোলেন। নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে তিনি পায়ে আঘাত পান।
এ বিষয়ে গণমাধ্যমকে জয়নুল আবদিন ফারুক বলেন, “মাজারে ফুল দিয়ে ফেরার পথে ভিড়ের মধ্যে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে আহত হই। আমার পা মচকে গেছে। পরে পঙ্গু হাসপাতালে গেলে ডাক্তাররা চিকিৎসা শেষে ব্যান্ডেজ করে দেয়। ডাক্তারের পরামর্শে আমি বাসায় রেস্টে আছি।”
সুস্থ হতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।