• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

চাঁদাবাজদের তালিকা তৈরি, শিগগিরই অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০২:২৭ পিএম
চাঁদাবাজদের তালিকা তৈরি, শিগগিরই অভিযান
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

শুধু পণ্য পরিবহনেই শুধু নয়, হাটে-বাজারে চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। অনেক সময় উৎপাদক থেকে ভোক্তা অবধি কয়েকগুণ পর্যন্ত বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এবার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছে ডিএমপি। রাজধানীতে ইতোমধ্যেই চাদাবাজাদের তালিকাও তৈরি করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে।”

ডিএমপি কমিশনার হুশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিনদিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে।”

শেখ মো. সাজ্জাত আলী চাঁদাবাজদের সতর্ক করে দিয়ে বলেন, “কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, “হকারদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না। একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক।” তারা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে সেজন্য অনুরোধ করেন কমিশনার।

ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “মোবাইল ছিনতাই বেড়েছে। রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।”

অযথা হর্ন বাজানো নিয়ে ঢাকার পুলিশ প্রধান বলেন, “যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। এতে সমাধান কি? যারা বারংবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!