পোশাক খাতের রপ্তানি চালানের ধীরগতির সঙ্গে অন্যান্য প্রধান প্রধান খাতের ধারাবাহিক মন্দার কারণে বাংলাদেশের পণ্যদ্রব্য রপ্তানি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। আগের বছরের একই মাসের তুলনায় সদ্য বিদায়ী এপ্রিলে পণ্য রপ্তানি কম হয়েছে ৪ কোটি ডলার।
আগের বছরের এপ্রিলে ৩৯৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তবে এবার এপ্রিলে ৪ কোটি ডলার কমে গিয়ে রপ্তানি হয়েছে মোট ৩৯২ কোটি ডলারের পণ্যদ্রব্য। সেই হিসেবে রপ্তানি কমেছে দশমিক ৯৯ শতাংশ। বৃহস্পতিবার (২ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ তথ্যসূত্রে এ হিসাব পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলেছেন, ঈদুল ফিতরের সময়ে কারখানাগুলোয় কার্যাদেশ কম এসেছে বলে জানিয়েছেন। তাছাড়া দীর্ঘ ছুটির কারণেও কমে গেছে রপ্তানি চালানের সংখ্যা। যে কারণে পণ্যদ্রব্য রপ্তানি নিম্নমুখী হয়। যদিও ব্যবসায়ীরা একে স্বাভাবিক ঘটনা বলেই উল্লেখ করেছেন।
তথ্যমতে, চলতি বছরের এপ্রিলে ৪৭১ কোটি ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা বেধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৭৮ শতাংশ কম রপ্তানি হয়েছে। যদিও চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৯৩ শতাংশ।
এসময়ে মোট রপ্তানির মূল্য ৪ হাজার ৭৪৭ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার ৫৬৮ কোটি টাকা। যা ৫ হাজার ৯৭ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৮৭ শতাংশ কম হয়েছিল।