আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়েছে। রাতে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন।
আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে কামরুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।