• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিটি ট্রেন চলছে দেরিতে, চরম যাত্রী দুর্ভোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৪:৪৭ পিএম
প্রতিটি ট্রেন চলছে দেরিতে, চরম যাত্রী দুর্ভোগ
ট্রেন চলাচল: ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষের কারণে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করায়
উত্তর-পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেছে। প্রতিটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা দেরিতে চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয় লাইনটি পুনরুদ্ধার এখনও করা যায়নি। যে কারণে উত্তর-পশ্চিম রুটের ট্রেনগুলো জয়দেবপুরে সিঙ্গেল লাইন ব্যবহার করছে।

এতে পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বিত হচ্ছে। মাসুদ সারওয়ার আশা করছেন, শনিবারের (৪ মে) মধ্যেই দ্বিতীয় লাইন পুনঃস্থাপন করা হবে।

বিলা আড়াইটার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে দেখা গেছে বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। দুর্ভোগের শিকার এক যাত্রীর অভিযোগ, সকাল ৯টার ট্রেন ধরতে সকাল সাড়ে ৮টা থেকে অপেক্ষা করছেন। দুপুর অবধি ট্রেন পাননি। প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন যাত্রীরা।

Link copied!