• ঢাকা
  • সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ১ মুহররম ১৪৪৫

বিএনপির নেতাকর্মীদের ওপর প্রতিটি হামলার বিচার হবে : রিজভী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৫:৪৬ পিএম
বিএনপির নেতাকর্মীদের ওপর প্রতিটি হামলার বিচার হবে : রিজভী
বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে হাসপাতালে দেখতে যান রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো প্রতিটি হামলার বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

রুহুল কবির রিজভী বলেন, “চিকিৎসাধীন বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি।”

এসময় আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।  

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান দলটির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেনসহ আরও অনেক।

Link copied!