• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকার সহিংসতার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ইইউর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৫:০৮ পিএম
ঢাকার সহিংসতার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ইইউর
ছবি : সংগৃহীত

রাজধানীতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

টুইট বার্তায় সংস্থাটি জানায়, ঢাকার রাস্তায় প্রাণহানি ও সহিংসতা দেখে ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে মর্মাহত। অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে এই প্রতিক্রিয়া জানায়।

প্রতিক্রিয়ায় বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এতে রাজধানী ঢাকা রণক্ষেত্রে পরিণত হয়।  পুলিশ-বিএনপির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন। বিএনপির ডাকা মহাসমাবেশও পণ্ড হয়ে যায়।

এরপর রোববার ডাকা হরতালেও বিভিন্ন সহিংসতার দেখা যায়। যানবাহনে আগুন দেওয়া হয়। এতে আহতের পাশাপাশি নিহতের ঘটনাও ঘটে।

Link copied!