• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

ইটিভির ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:১১ পিএম
ইটিভির ভবনে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফাইল ফটো

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। ভবনটিতে একুশে টেলিভিশনের (ইটিভি) কার্যালয় রয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এ আগুন লাগে।

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।

শাহজাহান জানান, জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় থাকা ক্যাফেতে আগুন লাগার সংবাদ পেয়েছেন তারা। বর্তমানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

Link copied!