• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসিমুখে ঘরে ফিরলেন উদ্যোক্তারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৭:৩৬ পিএম
হাসিমুখে ঘরে ফিরলেন উদ্যোক্তারা

এক হাতে ডালায় সাজানো শাক-সবজি, অন্য হাতে সফেদ রাজহাঁস। মাথায় গামছা জড়িয়ে মঞ্চে এলেন প্রান্তিক কৃষক আবদুল কুদ্দুস। উপস্থিত সবার করতালিই বলে দিচ্ছে, ফ্যাশন শোয়ে এমনটি আগে দেখেননি কেউ।

শুধু আবদুল কুদ্দুস-ই নন, মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে ভিন্ন এক ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। নিজেদের পণ্য এভাবে প্রদর্শন করে বেজায় খুশি তারা। তাদের ভাষ্যমতে, মেলায় এ ধরনের আয়োজন তারা কখনো দেখেননি।

গৎবাঁধা মেলা কিংবা উৎসব আয়োজন থেকে বেরিয়ে একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা ছিল আয়োজকদের। রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বরের মাইডাস সেন্টারে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘ইয়ুথ গ্লোবাল উইন্টার ফেস্ট ২০২২’।

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে শীতকালিন এই উৎসবের ইভেন্ট পার্টনার ছিল ‘ই৩৬৫’।  মেলার পিআর পার্টনার কিউরিয়াস মিডিয়া।

দুই দিনব্যাপী এ মেলায় দেশীয় পণ্য নিয়ে প্রায় অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নেন। এতে শীতের পোশাক, পিঠা-পুলি, হারবাল পণ্যসহ বাহারি সব পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।

ডেন্টাল পিক্সেলের দন্ত চিকিৎসকদের পরামর্শ সেবা, পুষ্টিবিদ ও মনোচিকিৎসকদের ফ্রি সেবা নিয়েছেন শতাধিক মানুষ। এছাড়া কণ্ঠশিল্পী সেতুর লাইভ মিউজিক শো মেলাকে করেছে প্রাণবন্ত। এ আয়োজনে ব্রেস্ট ফিডিংয়ের জন্য আলাদা কর্ণারের ব্যবস্থা করা হয়েছিল। বিশেষভাবে সাজানো সেলফি কর্নারে দুই দিনে উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।

এর আগে, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘ইয়ুথ গ্লোবাল উইন্টার ফেস্ট ২০২২’ উদ্বোধক করেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেহরীন মাহমুদ।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সীমা হামিদ। বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পেন্টাগন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মডেল ও অভিনেতা অন্তু করিম, অভিনেতা মাজনুন মিজান, কণ্ঠশিল্পী কাজী শুভ, ই-ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, ই-কুরিয়ারের প্রধান নির্বাহী (সিইও) বিপ্লব ঘোষ রাহুল এবং ইভেন্ট প্রতিষ্ঠান ‘ই৩৬৫’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন সীমা হামিদ।

অনুষ্ঠানে সীমা হামিদ বলেন, “মেলা মানে শুধু পণ্য কেনাবেচা নয়। এটিকে নেটওয়ার্ক বাড়ানোর পথ মনে করতে হবে। কেনাবেচা কম নিয়ে কেউ মন খারাপ করবেন না। ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন উদ্যোক্তাদের নিয়ে আরও বড় পরিসরে কাজ করবে। এই আয়োজনে আপনাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

Link copied!