• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারতীয় দূতাবাসে যাওয়ার সময় প্রকৌশলীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৭:৫১ পিএম
ভারতীয় দূতাবাসে যাওয়ার সময় প্রকৌশলীর মৃত্যু

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুরে ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের নাম মো. সদুরুল হক (৩৫)। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গুলশানে ভারতীয় দূতাবাসে যাচ্ছিলেন সদুরুল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে কালাচাঁদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের চালক- হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Link copied!