বিদ্যুৎ নিয়ে আদানির হুমকি ও হতাশার কথা জানিয়েছেন বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “ভারতীয় কোম্পানি আদানি সব সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়।”
শনিবার (২৫ জানুয়ারি) মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানিবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিদ্যুতের হতাশার কথা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, “আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সব সময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।”
জ্বালানি উপদেষ্টা বলেন, “গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার।”
এসময় জ্বালানি খাতে সরকারি ভর্তুকি নিয়ে হতাশা ব্যক্ত করেন ফাওজুল কবির খান। তিনি বলেন বলেন, “৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারব, বলতে পারছি না।”