• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০, ২১ শা'বান ১৪৪৬

অশ্রুসিক্ত মোনাজাতে বিশ্ব ইজতেমার সমাপ্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০১:৫৮ পিএম
অশ্রুসিক্ত মোনাজাতে বিশ্ব ইজতেমার সমাপ্তি
মোনাজাতে মুসল্লিরা। ছবি: সংগৃহীত

অসীম অনন্ত প্রেমময় আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ ও অশ্রুসিক্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। পবিত্র হজ্বের পর মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন মারকাজের (সাদপন্থী) তত্ত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা ৫৮তম আসর ছিল এটি।

ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে লাখো মানুষের কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করেন, বিশ্ব তাবলীগ জামায়াতের বিশিষ্ট বুজুর্গ আলেমে দ্বীন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বেলা ১২টা ৩৭ মিনিট থেকে শুরু করে ১ টা ৭ মিনিট পর্যন্ত ৩০ মিনিট স্থায়ী আবেগঘন আখেরি মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে, বিভেদ ভুলে ঐক্যের আহবানে মহান রাব্বুল আলামীনের কাছে কাকুতি মিনতি জানানো হয়।

‘আমীন, আলাহুম্মামীন’ ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গীর আকাশ-বাতাস। রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের প্রায় কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের ৬৪টি বিদেশি রাষ্ট্রের ১৫শ‍‍` ৮৪ জন ধর্মপ্রাণ মুসলমান।

মোনাজাতে অযুত কণ্ঠে উচ্চারিত হয়েছে, রাহমানুর রাহীম আলাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব। সকলেই যেন কিছু সময়ের জন্য আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে ভুলে গিয়েছিল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ।
আমীর-ফকির, মনীব-ভৃত্য, ধনী-গরীর, নেতা-কর্মী নির্বিশেষে সকল শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষ পরওয়ারদেগার আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

বিশাল জনসমুদ্র থেকে মধ্যাহ্নের আকাশ কাপিয়ে ধ্বনি উঠে-‘ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ’। আখেরী মোনাজাতের সময় মুঠোফোন, বেতার, ওয়ারলেস সেট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাধে দেশ-বিদেশের আরো লাখ লাখ মানুষ এক সঙ্গে হাত তুলেছেন ক্ষমাশীল পরওয়ারদিগারের শাহী দরবারে। গুনাহগার, পাপী-তাপী বান্দা প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় চোঁখের পানিতে বুক ভাসিয়েছেন।

সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনসমূদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নিরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেন আল্লাহর দরবারে। আখেরি মোনাজাতকে ঘিরে লাখ লাখ মুসলমান যেন ভেঙে পড়েছিলেন টঙ্গীতে।  এছাড়া হাজার হাজার ধর্মপ্রাণ মা ও বোনেরা এ আখেরি মোনাজাতে অংশ নেন। সকলের প্রাণান্তকর চেষ্টা ছিল দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লিদের সাথে মোনাজাতে শরীক হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা।
এদিকে মোনাজাত চলাকালে বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশে মহাসড়ক খোলা থাকলেও টঙ্গী-কামার পাড়া সড়ক বন্ধ ছিল। রাস্তায় ফুটপাতে ও ডিভাইডারে মুসল্লিরা মোনাজাত করায় এই রোডে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!