কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রুখে দিতে মাঠে নেমেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
সোমবার ১৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলিস্তানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিতে দেখা যায় তাকে।
এ সময় নিজেই স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের মাঠে থাকার ঘোষণা দেন সম্রাট। তিনি বলেন, “দেশবিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে পাকিস্তান পাঠানো হবে।”
যুবলীগের সাবেক এই নেতা বলেন, “কোটা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে রোববার (১৪ জুলাই) রাতে স্বঘোষিত রাজাকার ও রাজাকারের সন্তান হিসেবে নিজেদের পরিচয় দানকারীদের স্থান এ দেশে হবে না।”
এ সময় ইসমাইল চৌধুরী সম্রাটকে স্বাধীনতার পক্ষে নানা স্লোগান দিতে দেখা গেছে। তার মধ্যে, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা,‘ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি,’ ‘মুক্তিযুদ্ধের স্মরণে ভয় করি না মরণে’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেন গোটা এলাকা। এতে প্রায় ১০ হাজার যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।