• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিছু এলাকায় বিদ্যুৎ ফিরেছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৬:৫৩ পিএম
কিছু এলাকায় বিদ্যুৎ ফিরেছে

গ্রিড বিপর্যয়ের ফলে দেশের একটি বড় অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। মঙ্গলবার দুপুর থেকে বিদুৎহীন হয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ। তবে বিকেল থেকে রাজধানীসহ কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। রাতের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানা গেছে।

বিদ্যুৎ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), ঢাকা (আংশিক), চট্টগ্রাম (প্রায় রিকভার), সিলেট (আংশিক) নারায়ণগঞ্জ (আংশিক) এলাকায় বিদ্যুৎ এসেছে।

ঢাকায় বিদ্যুৎ ধীরে আসবে জানিয়ে মীর আসলাম উদ্দিন বলেন, “ঢাকায় লোড বেশি লাগবে। তাই ঢাকায় ধীরে বিদ্যুৎ আসবে। সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক না হলে ঢাকায় হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ।”

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রাজধানীর কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। 

Link copied!