অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না- নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই।”
আইন উপদেষ্টা আরও বলেন, “অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী।”
আসিফ নজরুল বলেন, “সাইবার সুরক্ষা আইন নামের একটি আইন করা হবে। যেখানে কম্পিউটার ও হ্যাকিং রিলেটেড অফেন্সগুলো বর্ণনা থাকবে। এটা না করলে দেশের তথ্যপ্রযুক্তির নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।”