বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্থনৈতিক বিষয়ক রির্পোটারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে সংগঠনের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ৩৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কর্মশালার সমন্বয়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার।
কর্মশালার শুরুতে ‘সাংবাদিকতায় আচরণ, শৃংখলা ও নৈতিকতা’ বিষয়ে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ‘বৈশ্বিক অর্থনীতি এবং বাংলাদেশ: সাম্প্রতিক বিষয়বলী’ নিয়ে অধ্যাপক ড. আবুল বারকাত এবং ‘বিশ্বায়ন, শ্রম অভিবাসন বাণিজ্য সাংবাদিকতা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম। এ ছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করা সাংবাদিকদের নিয়েও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। তাদের বক্তব্য শেষে কর্মশালায় নেওয়া সাংবাদিকদের সনদ প্রদান করা হয়।