তালাবদ্ধ অবস্থায় পুলিশি পাহারায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এই অবস্থায় বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় সংলাপের চিঠি নিয়ে নির্বাচন কমিশনের মো. মহসিন নামের একজন কর্মকর্তা কার্যালয়ের সামনে আসেন। কার্যালয়ের কাছাকাছি যেতে চাইলে এক পুলিশ সদস্য তাকে জানান, অফিস বন্ধ আছে এখানে কেউ নেই। পরে ওই কর্মকর্তা কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরিয়াতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় মো. মহসিন টেলিফোনে বিএনপির অফিস কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য বিএনপিকে চিঠি দিতে যান ওই কর্মকর্তা।
বিএনপির মহাসচিব বরাবর এই চিঠিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর বিকেল তিনটায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভা হবে। এতে আপনার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার অনুরোধ জানিয়েছেন।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরীফুল আলম স্বাক্ষরে এই চিঠি দেওয়া হয়।