রাজধানীতে ডাচ–বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া আরও ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
ডিবি প্রধান জানান, ঢাকা ও সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে এ ঘটনায় অভিযুক্ত আটজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে ওই টাকা উদ্ধার হয়।
এর আগে ৯ মার্চ উত্তরার দিয়াবাড়ির ১৬ নম্বর সেক্টরে ব্রিজের কাছে একটি গাড়ি থেকে ট্রাংকভর্তি ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় অজ্ঞাত অস্ত্রধারীরা। মাইক্রোবাসটি মিরপুর ডিওএইচএস থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল।
পরে অভিযানে উদ্ধার হয় ছিনতাই হওয়া টাকার একটি অংশ। যে গাড়িতে টাকা নেওয়া হচ্ছিল সেই মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পাঁচ থেকে সাতজনের সামনে উদ্ধার হওয়া তিনটি ট্রাংক খুলে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম।