• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

‘ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চলছে’


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৭:৫৪ পিএম
‘ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চলছে’
ছাত্রদলের লোগো। ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ঘিরে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চলছে বলে দাবি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ২টায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদল জানায়, তারা ডাকসু নির্বাচন চায় না, ডাকসু নির্বাচন দেরিতে হোক—এ রকম বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মনগড়া শিরোনামে সংবাদ প্রচার করা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হীন একটি চক্রান্তের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।

ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ–সমর্থিত সিন্ডিকেট সদস্যদের অংশগ্রহণ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানানোর পর থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ডাকসু নির্বাচন। সেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিজেদের প্রাণের দাবি হিসেবে বিবেচনা করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনায় বারবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সব অংশীদারের প্রস্তাব আহ্বান করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। নিয়মিত আলোচনার মাধ্যমে ডাকসুর উপযুক্ত সংস্কার ও নিয়মিত নির্বাচন চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব পোষণ করছে ছাত্রদল। এরপরও ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, এমন অপপ্রচার চলছে বলেও জানিয়েছে ছাত্রদল।

Link copied!