ডেঙ্গু প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে ওষুধ আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৩১ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা মধ্যপাড়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচরণায় এসে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, যা নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ডিএনসিসি। ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে একধরনের ওষুধ আনা হয়েছে, যা পানিতে ছেড়ে দিলে পরিবেশের ক্ষতি না করে এডিস মশার লার্ভা ধ্বংস করে ফেলবে।”
আতিকুল ইসলাম বলেন, “আমরা নিজেরাই এডিস মশার লার্ভার প্রজননক্ষেত্র তৈরি করি। বাসাবাড়িতে ও ছাদবাগানে পানি জমিয়ে রেখে লার্ভা সৃষ্টি করছি। সিটি করপোরেশনের কর্মীদের পক্ষে বাড়িতে বাড়িতে ঢুকে লার্ভা ধ্বংস করা সম্ভব হয় না। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
এ সময় মেয়র প্রতি তিন দিনে এক দিন বাসায় জমে থাকা পানি ছেড়ে দেওয়াসহ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।