• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেনেভা ক্যাম্পে আবারও সংঘাতে মাদক কারবারিরা, নিহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০২:৩৬ পিএম
জেনেভা ক্যাম্পে আবারও সংঘাতে মাদক কারবারিরা, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৩টার দিকে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে রাজা নামের একজন মারা গেছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। 

২৮ বছর বয়সী রাজা মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপের সদস্য। বৃহস্পতিবার বুনিয়া সোহেলকে সিলেটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওসি ইফতেখার বলেন, “বুনিয়া সোহেল গ্রেপ্তার হওয়ার পর তার প্রতিপক্ষ চুয়া সেলিম পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে বুনিয়া সোহেলের লোকজন তাতে বাধা দেয়। এতেই মধ্যরাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।”

সংঘর্ষকালে দু্ই ক্ষই গুলি-বোমা ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করে জানিয়ে তিনি বলেন, এ সময় বোমার আঘাতে ঘটনাস্থলেই রাজা মারা যান।

পুলিশ কর্মকর্তা ইফতেখার বলেন, ওই ক্যাম্পে পুলিশ নিয়মিত টহল দিয়ে আসছে।

তিনি বলেন, “গন্ডগোলের খবর শুনে বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। আমরা বের হয়ে আসার পরই রাত ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।”

শেরেবাংলা নগর ও বছিলা সেনা ক্যাম্প জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় সেনা সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিভিন্ন দিকে পালাতে থাকেন। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০টি ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়। এই চারজনের মধ্যে দুইজন চুয়া সেলিম, বাকি দুজন পিচ্চি রাজা গ্রুপের সদস্য। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

Link copied!