বকশিবাজারে বাসচাপায় গাড়িচালক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৮:১৩ এএম
বকশিবাজারে বাসচাপায় গাড়িচালক নিহত

রাজধানীর বকশিবাজার মোড়ে মৌমিতা নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) গাড়ি চালক ছিলেন।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি হয়। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। তিনি বকশিবাজারে থাকতেন।

আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আমজাদ হোসেন বলেন, “সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় মৌমিতা নামের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।”

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “আনোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

Link copied!