• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৫:৪৫ পিএম
ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল
আদালত প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ড. মোহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

বুধবার (৭ আগস্ট) শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এ আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

গণবিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর শের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর ড. ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে তিনি (ড. ইউনূস) ফ্রান্সের প্যারিসে রয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, “স্যার বর্তমানে চিকিৎসার জন্য প্যারিসে রয়েছেন। সেখান থেকে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।”

Link copied!