• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

মেট্রোরেলের দুটি স্টেশন চালু নিয়ে সংশয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৫:১৯ পিএম
মেট্রোরেলের দুটি স্টেশন চালু নিয়ে সংশয়
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া মেট্রোরেলের দুই স্টেশন এক বছরেও চালু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “কাজীপাড়া, মিরপুরে মেট্রোরেল স্টেশন কীভাবে পুড়িয়ে দিয়েছে। নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছরের আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কি না, তা নিয়ে সংশয় আছে।” 
কোটা আন্দোলনে সহিংসতার বর্ণনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মুল্যবোধ জয় বাংলা আক্রান্ত, একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত।”
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়লে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্টেশন দুটি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে।  
ওবায়দুল কাদের বলেন, ‘জাতির অর্জন মেট্রোরেলের ধ্বংস লীলা, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতুভবন পদ্মাসেতু করেছে, সেই সেতুভবন আক্রান্ত, দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। পদ্মাসেতু মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে বার বার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে।’
 

Link copied!