ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আনারের তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলা করবেন।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, “আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে। তার মেয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করবেন। আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন।”
এদিন বাবার হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার চেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, “এই হত্যা কারা করেছে? কেন করেছে? আমি এটার শেষ পর্যন্ত তদন্ত চাই, তাদের ফাঁসি চাই, আমি এতিম হয়ে গেছি। আমি স্বচক্ষে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।”
এর আগে বুধবার ভারতের নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারের মরদেহের অংশ উদ্ধার করা হয়। তবে এখনো শরীরের বাকি অংশ উদ্ধার হয়নি। এই ঘটনায় ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।