সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যর্থ হতে দেবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব, তারপরও ড. ইউনূসকে ব্যর্থ হতে দেবো না। কারণ, রক্ত ঝরার মধ্য দিয়ে এই সরকার।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘২৪-এর গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি’ নামের এক বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে রুহুল কবীর রিজভী বলেন, “ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে বয়ান তৈরি করছে। মনে হচ্ছে, অনেক দিন ধরে তারা যে গুপ্তধন তৈরি করেছে, তা যেন হাতছাড়া হয়ে গেছে। গণতান্ত্রিক সমাজের বিকাশের যে ধারা তৈরি হয়েছে, তারা মনে হচ্ছে কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি। এটা কেন? একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এটি আশা করছি না। তাদের (ভারতের) গণমাধ্যম বলছে, বাংলাদেশ থাকবে না। একটি স্বাধীন দেশের বিষয়ে এমন কথা অ্যালাউ করছে কীভাবে নীতিনির্ধারকরা?”
রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা মনগড়া বক্তব্য দিচ্ছে, উসকানিমূলক কথা বলছে, অরাজকতা তৈরির চেষ্টা করছে। ভারতের নীতিনির্ধারকরা তার পক্ষে অবস্থান নিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। চরমভাবে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এসব করছে।”
রুহুল কবির রিজভী আরও বলেন, “গণতান্ত্রিক শক্তির পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে সুযোগ নিতে না পারে। প্রতিবিপ্লব সব সময় উঁকিঝুঁকি মারে। এই উঁকিঝুঁকি যাতে দিতে না পারে কোনো ভুলের কারণে।”