খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন চিকিৎসক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০২:৫৪ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, জানালেন চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (২৭ জুন) বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

গত ২৩ জুন সন্ধ্যায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে গত ২১ জুন মধ্যরাতে হঠাৎ করে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

Link copied!